কলকাতা , ২১ এপ্রিল:- পুনের সেরাম ইন্সটিটিউট করোনা টিকা কোভিশিল্ডের প্রতি ডোজ রাজ্য সরকারকে চারশো টাকায় বিক্রী করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বেসরকারি হাসপাতালে সেই ডোজ ৬০০ টাকায় বিক্রী করলেও কেন্দ্রীয় সরকারকে তা দেড়শো টাকায় বিক্রী করবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য কেন্দ্রের নতুন ভ্যাকসিন নীতি অনুযায়ী প্রস্তুতকারক সংস্থাকে মোট উৎপাদিত টিকার ৫০ শতাংশ কেন্দ্রকে দিতে হবে। এইদিকে কেন্দ্রীয় সরকার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ সব ধরনের করোনা যোদ্ধাদের বীমার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছরের ২০ এপ্রিল পর্যন্ত তারা ৫০ লক্ষ টাকার বীমার সুবিধা পাবেন বলে স্বাস্থ্য মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। উল্লেখ্য গত ২৪ মার্চ এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছিল। এই প্রকল্পে এখনও পর্যন্ত দেশের ২৮৭ জন করোনা যোদ্ধার পরিবার সুবিধা পেয়েছেন।
Related Articles
লরির ধাক্কায় মৃত্যু তরুণীর।
হুগলি, ১১ জুন:- লরির ধাক্কায় মৃত্যু আনুমানিক বছর একুশের এক তরুণীর। মঙ্গলবার সকাল আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল মোড়ে পেট্রোল পাম্পের সামনে। স্থানীয়দের মতে সাইকেল নিয়ে যাচ্ছিল মেয়েটি। লরিটি তাঁর কাছ থেকে যাওয়ার সময় কোনওভাবে সাইকেলের হ্যান্ডেলে টাচ হতেই নিয়ন্ত্রণ হারিয়ে তরুণী পড়ে যায়। লরির পিছনের চাকায় মাথা পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। শেষ খবর […]
করোনা আক্রান্ত তারকা পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি।
স্পোর্টস ডেস্ক , ১৩ জুন:- করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তিনি নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। আফ্রিদি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল। আমার শরীর ঠিক স্বাভাবিক মনে হচ্ছিল না। তাই (কোভিড-১৯) পরীক্ষা করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল এসেছে পজিটিভ, আমি কোভিড পজিটিভ। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।’উল্লেখ্য এর আগে পাকিস্তানের প্রাক্তন […]
গোঘাটের প্রত্যন্ত গ্রামে তৈরি হতে চলেছে ইকো ট্যুরিজম পার্ক।
মহেশ্বর চক্রবর্তী, ২৫ জুন:- মনোরম গ্রাম্য পরিবেশে কর্মসংস্থান ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ইকো টুরিজিম পার্ক তৈরি করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই মতো হুগলি জেলার গোঘাটের একেবারেই প্রত্যন্ত একটি গ্রামে ইকো টুরিজিম পার্ক তৈরি করছে গোঘাট ব্লক ও স্থানীয় পঞ্চায়েত। জানা গিয়েছে গোঘাটের কামারপুকুর থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দুরে অবস্থিত সাতবেড়িয়া গ্রামে এই পার্ক […]