এই মুহূর্তে জেলা

আজ বিশ্ব এইডস দিবস ।

আজ বিশ্ব এইডস দিবস ।সচেতনতা ও মানবতামুখী কর্মসূচিকে কার্যত বৈপ্লবিক ধারাবাহিক অভিমুখ দিতে ‘রোগকে ঘৃণা করো রোগীকে নয়’ এই স্লোগানকে পাথেয় করে বিশ্ব এইডস দিবস উপলক্ষে দুটি সংস্থার যৌথ উদ্যোগে রবিবার উত্তর চব্বিশ পরগণার মছলন্দুপুর শক্তিমান ক্লাব থেকে রেলি বের করা হয় । তিন রাস্তার মোড় হয়ে রেলি যায় রামকৃষ্ণ পাঠাগার এরপর সেখান থেকে রাজবল্লভপুর এলাকায় এসে শেষ হয় । এদিনের সচেতনতা রেলিতে পা মেলায় গোটা রাজ্যের প্রায় 2000 এইচআইভি আক্রান্ত রোগী ।

এছাড়াও বিভিন্ন সংস্থার তরফে কচিকাঁচাদের এদিনের সচেতনতা রেলিতে পা মেলাতে দেখা যায় । এছাড়াও দিনভর এইচআইভির উপরে সচেতনতামূলক অনুষ্ঠান করা হয় । এইচআইভি আক্রান্ত আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে দেখতে কোন পার্থক্য নেই ,তাদেরকে ঘৃণা করা চলবে না ,সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা এইচআইভি আক্রান্তদের জন্য যাতে করা হয় সমস্ত দাবি-দাওয়া তুলে ধরা হয় দিনের অনুষ্ঠানের মাধ্যমে ।দাবী রোগীদের জীবনের মুল স্রোতে রেখে জীবন কে অনুভব করার সুযোগ দেওয়া হোক । ॥ ॥