হাওড়া, ৫ নভেম্বর:- ৫ নভেম্বর, শনিবার বিরাট কোহলির জন্মদিনে প্রিয় ক্রিকেটারের বিশাল কাট আউট সাজিয়ে কেক কেটে জন্মদিন সেলিব্রেশনে মাতলেন বিরাটের ফ্যানরা। “বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল হেল্প ফাউন্ডেশন” এবং “বিরাট কোহলি ওয়েস্ট বেঙ্গল ফ্যান ক্লাবে”র পরিচালনায় এবং হাওড়ার কোনা ট্রাফিক গার্ড পুলিশের সহযোগিতায় সাঁতরাগাছি বাসস্ট্যান্ড সংলগ্ন কোনা ট্রাফিক গার্ড ক্যাম্পে শনিবার সকালে জন্মদিন সেলিব্রেশনের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন দুপুরে এই উপলক্ষে শিশুদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ যুদ্ধের স্বপ্নের নায়ক বিরাট কোহলির জন্মদিনের সকালটা একটু অন্যভাবেই এদিন পালন করলেন কোহলি’র ফ্যানরা। ৩৪তম জন্মদিন উপলক্ষে শনিবার সকালে বিরাটের ২৫ ফুটের বিশাল কাট আউট সাজিয়ে কেক কেটে জন্মদিন সেলিব্রেশন হলো হাওড়ায়। হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিক অর্ণব বিশ্বাস বলেন, কাজের চাপে নিয়ম করে খেলা দেখা না হলেও মুঠোফোনের মাধ্যমে নিয়মিত খেলার সব আপডেট আমরা রাখি। ভারতের জয়ে দেশের ১৪০ কোটি মানুষ যেমন বিরাট কোহলির খেলা দেখে মুগ্ধ আমরাও খুশি ওনার জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে আসতে পেরে।