এই মুহূর্তে জেলা

মা ও ছেলে আত্মঘাতী হাওড়ার ব্যাঁটরায়।

হাওড়া , ১১ ফেব্রুয়ারি:- মা ও ছেলে আত্মঘাতী হাওড়ার ব্যাঁটরায়। বৃহস্পতিবার সন্ধ্যের ঘটনা। পুলিশ সূত্রের খবর, মৃতা মমতা কুন্ডু ( ৫৮ ) ও তাঁর ছেলে আবির কুন্ডুর ( ২৭ ) দেহ দরজা ভেঙে উদ্ধার হয়। গায়ে কেরোসিন তেল ঢেলে এরা আত্মঘাতী হন বলে অনুমান করা হচ্ছে। ছেলে আবির শারীরিক প্রতিবন্ধী। পাশাপাশি তাঁর মানসিক প্রতিবন্ধকতা ছিল। এই নিয়েই হতাশা ছিল পরিবারে। এই কারণেই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মমতাদেবীর স্বামী তপন পাশের ঘরেই ছিলেন। তিনি অবসরপ্রাপ্ত কর্মী। ব্যাঁটরার নরসিংহ দত্ত রোডের আবাসনে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল বলেন, হতাশার কারণেই এরা সুইসাইড করেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।