রিংকা পাত্র, ৭ ফেব্রুয়ারি:- বাংলায় বিজেপির রথযাত্রা নিয়ে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি। সম্প্রতি প্রশাসন রথযাত্রার অনুমতিও দিয়ে দিয়েছে। এবার বিজেপির তরফে জানানো হয়েছে, এই রথযাত্রা শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব়্যালি দিয়ে। আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিছিল। একে বিজেপির তরফে নাম দেওয়া হয়েছে ‘পরিবর্তন যাত্রা’। এই যাত্রার সূচনা ইতিমধ্যেই করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ১২ ফেব্রুয়ারি এই মিছিলের শেষ ভাগটি সাগর দ্বীপে শুরু হবে। সেটি কলকাতায় পৌঁছবে মার্চ মাসে। যাত্রায় পতাকা উত্তোলন করবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা মালদহে একটি রোজ শো করেন। তাঁর সঙ্গে সেই রোড শোয়ে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি প্রধান দিলীপ ঘোষ ও অন্যান্যরা। এদিন রোড শোয়ে নাড্ডার উপর পুষ্কপৃষ্টি করেন সমর্থকরা। অনেকে তাদের বাড়ির ছাদ থেকেও রোড শো দেখেন। কার্যত এদিনের রোড শোয়ে ভিড় ছিল চোখে পড়ার মতো। অনেকে ভিডিও শুটও করেন। রাজ্যের ৫ জায়গা থেকে ৫টি ‘পরিবর্তন যাত্রা’
বার করার অনুমতি চেয়ে গত সপ্তাহে নবান্নে আবেদন জানিয়েছিল রাজ্য বিজেপি। নবান্নের তরফে বিজেপিকে এব্যাপারে প্রতিটি জেলায় আলাদা করে আবেদন করতে বলা হয়। এর পর জেলায় জেলায় আলাদা আবেদন জানায় বিজেপি। করোনার সংক্রমণ এড়াতে রথযাত্রা কর্মসূচিতে সব ধরনের কোভিড প্রোটোকল মেনে চলতে আবেদন করেছে পুলিশ। বিজেপি নেতৃত্বকে চিঠি পাঠিয়ে এব্যাপারে সচেতন করা হয়েছে। বিজেপির তরফে সেই চিঠির উত্তর পাওয়ার পর পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়৷ শনিবার রাজ্যে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে একহাত নেন নাড্ডা। বলেন,‘‘শুধু চাই না, চাই না আর চাই না। কেন্দ্রের কোনও প্রকল্প বাংলায় করতে দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। আয়ুস্মান ভারত গরিব মানুষের জন্য চালু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এই প্রকল্প করতে দিলেন না। মোদিজীর পিএম কিষাণ নিধিও বাংলায় চালু করা যায়নি। মা-মাটি-মানুষের সরকার বাংলাকে ধোঁকা দিয়েছে। বাংলায় তুষ্টিকরণের রাজনীতি চলছে। বাংলায় লুঠতরাজ চালিয়েছে তৃণমূল। বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। বিজেপির সরকার এলে কেন্দ্রের সব প্রকল্প বাংলায় চালু হবে।’’