হুগলি,২০ জানুয়ারি:- ওয়াকফ বোর্ডের সম্পত্তি বেদখলকে কেন্দ্র করে চাঞ্চল্য মগড়ার দিগসুই-হোয়েরা এলাকায়। স্থানীয়রা এবিষয়ে ব্যান্ডেল লিচুবাগানে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এসে ব্যাপক বিক্ষোভ দেখায়। এবিষয়ে তাঁরা বিএলআরও-কে সরাসরি দায়ী করে বলেন ওই জমি ব্যাক্তিগত মালিানার নামে করে দেওয়ার পিছনে তিনি যুক্ত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মগড়া থানার অন্তর্গত দিগসুই-হোয়েরা গ্রাম পঞ্চায়েতের অধীনে মধুগ্রামে ওয়াকফ বোর্ডের প্রায় ১৮বিঘা জমি রয়েছে।
অভিযোগ ওই জমির কেয়ারটেকার ফজলে রহমান সম্প্রতি বেআইনিভাবে ওই জমি নিজের নামে করে নেয়। এই খবর জানার পরই সরব হয় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাঁরা এবিষয়ে মগরা থানায় লিখিত অভিযোগ করে। আজ তারা একত্রিতভাবে চুঁচুড়া-মগরা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এসে ব্যাপক বিক্ষোভ দেখায়। তাঁদের বক্তব্য ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক পিয়ালী পাহাড়িয়া এই দূর্নীতিতে জড়িত। তাই তাঁরা এদিন বিএলআরও দপ্তরের সামনেই বিক্ষোভ দেখান। বিক্ষোভ কারীদের মধ্যে নাজিমুদ্দিন সরকার বলেন একটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি কি করে ব্যাক্তিগত মালিকানার নামে হতে পারে? আমাদের বিশ্বাস এই অসাধু চক্রে বিএলআরও-র সাথে অন্যান্য সরকারী কর্মীরাও যুক্ত। অবিলম্বে ওই জমি ওয়াকফ বোর্ডের হাতে ফিরিয়ে দেওয়া না হলে আমরা বিএলআরও দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসবো। যদিও এই ঘটনার সাথে তাঁর কোন যোগ নেই বলে বলে জানান বিএলআরও পিয়ালী পাহাড়িয়া। তিনি বলেন ২০১৮সালে ওই জমির মালিকানা পরিবর্তন হয়েছে আর আমি ২০১৯ সালে এই অফিসে এসেছি। যদিও এবিষয়ে এদিন বিক্ষোভকারীরা জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের অফিসেও অভিযোগ জমা দেন।Related Articles
সাংগঠনিক রদবদলের পরেই হুগলি জেলা জুড়ে রদবদল পুরপ্রশাসনে।
হুগলি, ১৭ আগস্ট:- সাংগঠনিক রদবদলের পরেই পুরপ্রশাসনে বড় ধরনের রদবদল ঘটল হুগলি জেলা জুড়ে। মঙ্গলবার জেলার ১১ টি পুরসভার মধ্যে শ্রীরামপুর, কোন্নগরে পুরপ্রশাসকের বদল ঘটেছে। কোন্নগরে পুরপ্রশাসক তথা বিদায়ী পুরপ্রধান বাপ্পাদিত্য চট্ট্যোপাধ্যায় এর পরিবর্তে নতুন মুখ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তন্ময় দেব কে। শ্রীরামপুর পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় এর বদলে দায়িত্ব […]
টিকা যন্ত্রনা, একই দিনে পরলো ডবল ডোজ , অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুবক !
সুদীপ দাস, ২২ অক্টোবর:- বহু দিন ধরেই টিকার জন্য হন্যে হয়ে ঘুরছিলেন হুগলীর বলাগর ব্লকের বাসিন্দা সৈফুদ্দিন দফাদার। অবশেষে গত বুধবার পান্ডুয়ায় শ্বশুরবাড়ীর সহযোগীতায় পান্ডুয়া গ্রামীন হাসপাতালে কোভিশিল্ড টিকা দেওয়া হয় সৈফুদ্দিনকে। কিন্তু অভিযোগ সেদিনই কয়েক সেকেন্ডের ব্যাবধানে দুটি কোভিশিল্ডের ডোজ দিয়ে দেওয়া হয় সৈফুদ্দিনকে। বিষয়টি বুঝতে পেরেই কর্তব্যরত নার্সকে বিষয়টি জানালে তিনি জ্বর এলে […]
শিবপুর ও হাওড়া থানার আইসি’দের বদলি করা হলো।
হাওড়া, ১০ এপ্রিল:- শিবপুর ও হাওড়া থানার আইসি’দের বদলি করা হলো। যদিও প্রশাসন সূত্রের খবর এটা রুটিন বদলি। বর্তমানে শিবপুর থানার আইসি ছিলেন অরূপ কুমার রায় এবং হাওড়া থানার আইসি ছিলেন দীপঙ্কর দাস। অরূপ কুমার রায়কে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আইবি’র ইন্সপেক্টর পদে বহাল করা হয়েছে এবং হাওড়া থানার আইসি দীপঙ্কর দাসকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের কোর্ট […]