এই মুহূর্তে কলকাতা

করোনার প্রকোপ স্তিমিত হওয়ার আগেই গোটা দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু।

কলকাতা , ১১ জানুয়ারি:- করোনার প্রকোপ স্তিমিত হওয়ার আগেই গোটা দেশে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু। দেশের নটি রাজ্যে এই রোগে প্রতিদিন প্রচুর পাখির মৃত্যু হচ্ছে।এরাজ্যে এখনও বার্ড ফ্লুর প্রকোপ ছড়ায়নি। কিন্তু আগাম সতর্কতা হিসাবে পোল্ট্রি ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সোমবার স্বাস্থ্য দপ্তরের তরফে জেলাগুলিকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বার্ড ফ্লুর ক্রমবর্ধমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এদিন স্বাস্থ্য দপ্তরের জারি করা নির্দেশিকায় যে বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে তা হল রাস্তায় কোন মৃত পাখি পড়ে থাকলে তা স্পর্শ না করা, পোল্ট্রি খামারে সবসময় কড়া নজর রাখা, শিশুদের খামার থেকে দূরে রাখা, মাংস জাতীয় খাবার প্রচুর সিদ্ধ করে খাওয়া, খামারের মধ্যে আবশ্যিকভাবে মাস্ক এবং গ্লাভস ব্যবহার করার কথা বলে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দের কাছে চিঠি পাঠানো হয়েছে। যদিও রাজ্যের কোথাও এখনো বার্ড ফ্লু সংক্রমণ ঘটেনি বলে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর সূত্রে জানানো হয়েছে। হিমাচলপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি-সহ সাত রাজ্যে ইতিমধ্যে জাঁকিয়ে বসেছে এই এভিয়ান ভাইরাস। প্রতিদিন শ’য়ে শ’য়ে পাখির মৃত্যু হচ্ছে। তবে এই ভাইরাস যাতে পাখি বা পশুদের থেকে মানুষের মধ্যে না ছড়ায় তার দিকে কড়া নজর রাখতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, মূলত শ্বাসনালির মাধ্যমে ছড়ায় এই ভাইরাস। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পাখির মৃত্যু হয়েছে হরিয়ানায়। জানা গিয়েছে, গত সপ্তাহে, ৪ লক্ষ পাখির মৃত্যু হয়েছে।

সতর্ক করে দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীর এবং ছত্তিশগড়ের মতো রাজ্যকেও। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই দিল্লির গাজিপুরের পোলট্রি ফার্ম বন্ধ করে দেওয়া হয়েছে। সংক্রমণ যাতে দ্রুত ছড়িয়ে না পড়ে, তারজন্য ইতিমধ্যেই ব্যপক পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মহারাষ্ট্রের পারভানি এলাকা থেকে সংক্রমণ ছড়িয়েছে বলে জানা গিয়েছে। আজ সন্ধ্যায় সে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য ও কেন্দ্রশআসিত অঞ্চলগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে চিড়়িয়াখানা, পোলট্রি ফার্ম সহ বিভিন্ন জায়গাগুলিতে থাকা পাখিদের ওপর নজরদারির করার জন্য। রবিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় প্রাণীসম্পদ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং বার্ড ফ্লু নিয়ে যাতে সাধারণ মানুষের মধ্যে ভুল তথ্য না ছড়ায়, সেদিকে নজর রাখার জন্য রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। পাশাপাশি পাখিদের দেহাংশ সঠিক জায়গায় ফেলারও নির্দেশিকা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। প্রাণী সম্পদ মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, হরিয়ানার পঞ্চকুল্লার দুটি পোলট্রি ফার্ম থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছে, তাতে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা পাওয়া গিয়েছে।

সেখানে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে ৯টি রাপিড রেসপন্স টিম, তারা সেখানে নজরদারি চালাচ্ছে।গুজরাটের সুরাট এবং রাজস্থানের সিরোহী জেলায় গরু এবং বন্য পশু ও পাখির শরীরে নমুনায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা পাওয়া গিয়েছে। এছাড়াও হিমাচলের কাংরা জেলায় ৮৬ টি গরু এবং ২টি সারসের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার খবর পাওয়া গিয়েছে। প্রাণীসম্পদ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হিমাচলের নাহান, বিলাসপুর মাণ্ডি জেলায় বন্য পাখির অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সেই সমস্ত পাখির শরীরের নমুনা ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যাতে আর না ছড়ায়, তারজন্য ইতিমধ্যেই রাজ্যগুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, “দিল্লি ও মহারাষ্ট্র থেকে যে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তার রিপোর্ট এখনও আসেনি। ছত্তিশগড়ের বালোড় জেলায় বন্য পাখিদের যে নমুনা পাঠানো হয়েছিল, সেখানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা পাওয়া যায়নি।” দেশের যে সমস্ত এলাকায় এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে, সেখানে নজরদারির জন্য কেন্দ্রীয় টিম পাঠানো হয়েছে। পুরো বিষয়টি নজরদারি করেছে তারা।