এই মুহূর্তে জেলা

করোনা আতঙ্কের জের। লকডাউনে কাজে বেরনোয় প্রতিবেশীদের হুমকির মুখে আয়ার কাজে যুক্ত দুই মহিলা।


 

হাওড়া,২৮ এপ্রিল:- প্রতিবেশীদের হুমকির জেরে ডিউটিতে যেতে পারছেন না আয়ার কাজে যুক্ত দুই মহিলা। ঘটনা হাওড়ার লিলুয়ার। শুধু হুমকিই নয়, প্রতিবেশীদের বিরুদ্ধে এদের হেনস্থার অভিযোগ উঠেছে। এদের শাসানো হয়েছে করোনা পরিস্থিতিতে যখন লকডাউন চলছে তখন আয়ার ডিউটি দিতে বেরলে আর পাড়ায় ঢুকতে দেওয়া হবে না। এই ঘটনায় এরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। গরিব পরিবারে সংসার চালাতে আয়ার কাজই এদের একমাত্র সম্বল। কাজে না বেরলে সংসার চলবে না। অভিযোগ কিন্তু কাজে বেরলেই প্রতিবেশীদের হুমকি জুটছে এদের কপালে। হাওড়ার লিলুয়ার বাসিন্দা ওই দুই মহিলাকে হেনস্থার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। অভিযোগ, তারা প্রতিদিন কাজে বেরচ্ছেন। এদের মধ্যে একজনের বাড়িতে প্রতিবন্ধী কন্যা সন্তান রয়েছে। আরেকজনের স্বামী মারা গিয়েছেন। পেট চালাতে এদের আয়ার কাজ করতে হয়। কাজে না বেরোলে প্রতিবন্ধী সন্তানের ওষুধের খরচই কোথা থেকে আসবে বা স্বামীর মৃত্যুর পর সংসারই চলবে কিভাবে চিন্তায় পড়ে গিয়েছেন এরা। লিলুয়া থানার পুলিশ বিষয়টি দেখছে। এই ঘটনায় পারিবারিক কোনও বিবাদ জড়িয়ে রয়েছে কিনা তাও পুলিশ খতিয়ে দেখছে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.