এই মুহূর্তে জেলা

চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পালিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ।

হুগলি, ১০ ফেব্রুয়ারি:- চন্দননগর পুলিশ কমিশনারেট এর উদ্যোগে পালিত হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বেলুন উড়িয়ে শুক্রবার সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির সূচনা করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। চন্দননগর পুলিশ কমিশনারেটের ১৫ জন সিভিক ভলান্টিয়ার এবং ট্রাফিক হোমিগার্ডকে ভালো কাজের জন্য পুরস্কৃত করেন পুলিশ কমিশনার। এদিন বিভিন্ন স্কুলের ছাত্রদের পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতার পাঠ দেন পুলিশ কমিশনার। নিয়ম কানুন মেনে কিভাবে গাড়ি চালাতে হবে সে বিষয়ে একটি বেসরকারি সংস্থা মারফত ডেমো দেখানো হয় ছাত্রদের।

পরে ছাত্রদের নিয়ে একটি ৱ্যালি কড়া হয় পুলিশের তরফে। এদিন চুঁচুড়া ঘড়ির মোড় থেকে ৱ্যালি শুরু হয় শেষ হয় চুঁচুড়া খাদিনা মোড়ে। উপস্থিত ছিলেন এডিসিপি ট্রাফিক পিনাকী রঞ্জন দাস, এসিপি ১ টুটুল বিশ্বাস, এসিপি ২ শুভঙ্কর বিশ্বাস,আই.সি চুঁচুড়া অনুপম চক্রবর্তী, টি.আই চুঁচুড়া মান্দাতা সাউ প্রমুখ। ৱ্যালিতে স্কুল ছাত্রদের পাশাপাশি অংশগ্রহণ করেন পুলিশ আধিকারিকরাও। ৱ্যালি চলাকালীন রাস্তায় হেলমেট ছাড়া বাইক আরোহীদের হাতে হেলমেটও তুলে দেন পুলিশ কমিশনার।