হাওড়া , ১ জানুয়ারি:- “যতদিন আমাকে দলের প্রয়োজন হবে ততদিন দলের জন্য সেবা করে যাব। দল ক্ষমতায় থাকলেও দলের সঙ্গে আছি। দল ক্ষমতায় না থাকলে বিরোধী দলে আছি। যতদিন দলের আমাকে প্রয়োজন ততদিন পর্যন্ত দল করে যাব। যদি কোনওদিন মনে হয় আমার প্রয়োজন দলে ফুরিয়েছে, সেদিনই দল থেকে সরে যেতে পারি তবে তার আগে নয়। প্রয়োজনে মানুষের সেবা করব। তবু কোনওদিন সাম্প্রদায়িক দলে নাম লেখাব না।” শুক্রবার সকালে দলের ২৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাওড়ায় একথা বলেন দলের হাওড়া জেলা সদর চেয়ারম্যান তথা মন্ত্রী অরূপ রায়। দল ছেড়ে যারা বিজেপিতে চলে যাচ্ছেন বা আগামী দিনে যেতে চান তাঁদের উদ্দেশ্যে অরূপ রায় এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, “দল ছেড়ে কে যাবেন বা না যাবেন, অথবা যে যেতে চান যেতে পারেন। কাউকে তেল মারার কোনও জায়গা দলে নেই। যার ইচ্ছা হবে তিনি চলে যেতে পারেন। দল হচ্ছে জনসমুদ্র। দল হচ্ছে প্রশান্ত মহাসাগরের মতো একটা সাগর।
সেখান থেকে এক ঘড়া, এক বালতি বা এক ড্রাম জল তুলে নিলে সমুদ্রের যেমন কোনও ক্ষতি হয়না, জল কমে যায়না, সেরকম তৃণমূল কংগ্রেস থেকে দু’চারজন হেলাফেলা চলে গেলে তাতেও দলের কোনও ক্ষতি হবেনা। যারা তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের কর্মী তাঁরা সঙ্গে থাকলেই আমরা একাই একশো। এদিন অরূপ রায় আরও বলেন, “দল আমার কাছে সন্তানের মতো। দলটাকে তৈরি করেছিলাম হাওড়া জেলায়। সুতরাং সেই স্নেহ-ভালোবাসা, দলের প্রতি আনুগত্য এখনো আছে। এবং চিরকাল থাকবে। আমি একটা আদর্শ নিয়ে দল করি। যাদের আদর্শ থাকে তারা আদর্শ থেকে কোনওদিন বিচ্যুত হয়না। যারা ধান্দাবাজি করেন, তারাই এই দল ওই দল করেন। আমরা এই দল ওই দল করিনা। দল ক্ষমতায় থাকলেও আমি আছি। দল ক্ষমতায় না থাকলেও বিরোধী দল হিসেবে আছি।
জীবনের বেশিরভাগ সময়টা বিরোধী দলেই কেটেছে। বামফ্রন্ট সরকারের আমলে ৩৪ বছর বিরোধী দলে কেটেছে। সুতরাং এসব ভয় পাই না। যতদিন দলের প্রয়োজন হবে আমাকে ততদিন দলের জন্য সেবা করে যাব। আজকে প্রতিষ্ঠা দিবসে নতুন প্রজন্মের কাছে একটাই বার্তা থাকবে নিজেকে প্রতিষ্ঠিত করো। একজন ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করো। মানুষের পাশে থাকো। মানুষের জন্য কাজ করো।” উল্লেখ্য, আজ পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে হাওড়ায় জেলা সদর অফিসের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দলের পতাকা উত্তোলন করেন অরূপ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক জটু লাহিড়ী, ব্রজমোহন মজুমদার সহ দলের জেলা নেতৃবৃন্দ। এদিন মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের হাওড়া জেলা সদরের সাধারণ সম্পাদক অনুপ্লব ঘোষের ( গানের কন্ঠ ও গীতিকার ) “সুভাষ জাগানো গান” এর আনুষ্ঠানিক প্রকাশ করেন অরূপ রায়।