বাগনান, ২৯ অক্টোবর:- দুস্কৃতীদের গুলিতে মৃত বিজেপি নেতা কিঙ্কর মাজীকে খুনের প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘন্টা বাগনান বনধ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। এলাকার বাজার দোকান সব বন্ধ রয়েছে। যানবাহন পথে নামেনি। অশান্তি এড়াতে রাস্তায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ, র্যাফ। প্রস্তুত রয়েছে জলকামান। ঘটনায় এক দুস্কৃতীকে পুলিশ গ্রেফতার করলেও মূল অভিযুক্ত পরিতোষ সহ অন্য এক দুস্কৃতী পলাতক। উল্লেখ্য, অষ্টমীর রাতে বাগনানের বেনাপুর মাজীপাড়ায় বাড়ির সামনে গুলিবিদ্ধ হন বিজেপির ৫ নং মন্ডলের সহ সভাপতি কিঙ্কর মাজী।
চারদিন কলকাতার এন আর এস হাসপাতালে ভর্তি থাকার পর বুধবার দুপুরে তার মৃত্যু হয়। যদিও প্রশাসন সূত্রে খবর মৃত বিজেপি নেতা কোভিড পজিটিভ ছিলেন। অন্যদিকে, বিজেপির ডাকা বনধ ব্যর্থ করতে এদিন পথে নামে তৃণমূল। বৃহস্পতিবার সকালে বাগনানে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। এরমধ্যেই বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ-কে বাগনানে ঢোকার মুখেই আটকে দেয় পুলিশ। তাঁর দাবি পুলিশ তাঁকে হেনস্থা করেছে। এরপরই ধুন্ধুমার বাঁধে বাগনানে। রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা। বিজেপি সমর্থকরা থানার গেটে বিক্ষোভ দেখায়।