এই মুহূর্তে জেলা

বিসর্জনের সময় উল্টে গেল নৌকা , বেলডাঙায় ডুবে মৃত ৫


মুর্শিদাবাদ , ২৭ অক্টোবর:- মুর্শিদাবাদে বেলডাঙা আজ বিজয় দশমীর দিন নৌকা ডুবে ডুমনি ঘাটে মৃত্যু হল পাঁচজনের জানা যাচ্ছে বহু পুরনো হাজরাবাড়ী প্রতিমা নিয়ে দুটি নৌকার উপর বসিয়ে প্রদক্ষিণ করানো হয় কিন্তু দুটো নৌকার মধ্যস্থলে যোগাযোগ বিচ্ছিন্ন হয় যাওয়ার ফলে প্রতিমাসহ বেশ কিছু জন জলে ডুবে যায়। যারা সাঁতার জানে তারা প্রাণে বাঁচে কিন্তু পাঁচজনের খোঁজ না পাওয়ায় ডুবুরি নামানো হয় এবং ৫ জনের মৃতদেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান। মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

মৃতদের নাম সুখেন্দু দে (২১), রোহন পাল (২৩), অরিন্দম বন্দ্যোপাধ্যায় (২০) ও সোমনাথ বন্দ্যোপাধ্যায় (২২)। নিপ্পন হাজরা বন্দ্যোপাধ্যায় (৩৫)। সন্ধ্যায় দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারীদের একটি দল। তাঁদের প্রচেষ্টায় ভোরের দিকে আরও একজনের দেহ পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিয়ম অগ্রাহ্য করে দু’টি নৌকায় অন্তত পঞ্চাশ জন ভাসানযাত্রী উঠেছিলেন।