মহুয়া চক্রবর্তী, চৌধুরী,২২ মে:- আম্ফান বিধ্বস্ত বাংলার পরিদর্শনে বাংলায় পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে কলকাতা পৌঁছাবার পরে বিমানবন্দরেই এদিন তাঁকে স্বাগত জানান রাজ্যপাল জগদীশ ধনকর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ প্রমুখ। এরপরেই মুখ্যমন্ত্রীকে সঙ্গী করে হেলিকপ্টারে চড়ে আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বেড়িয়ে যান প্রধানমন্ত্রী। তিনি বাংলার ক্ষয়ক্ষতি দেখে ১০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন। এছাড়া মৃতদের জন্য ২ লক্ষ ও আহতদের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ করেছেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী কপ্টারে করে পরিদর্শনে যাওয়ার আগে বিমানবন্দরেই দুটি সংক্ষিপ্ত বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপির এক প্রতিনিধি দলের সঙ্গে। বিজেপির ওই প্রতিনিধি দলে ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, সাংসদ লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। এদিন ওই সংক্ষিপ্ত বৈঠকে মুখ্যমন্ত্রী বাংলার এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় বলে চিহ্নিত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন বলে জানা গিয়েছে। এদিন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী প্রথমে দক্ষিণ ২৪ পরগনা জেলার আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন বলে সাংবাদিকদের নিজেই জানান মমতা। সেই পরিদর্শন সেরে তাঁরা নামবেন বসিরহাট কলেজে তৈরি অস্থায়ী হেলিপ্যাডে। ওই কলেজ প্রাঙ্গণেই তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের মঞ্চ।
উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বসিরহাট কলেজে এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের বেশ কিছু দফতরের আধিকারিকেরাও। কার্যত এই প্রথমবার বাংলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একযোগে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বৈঠক করবেন। বৈঠকে ত্রাণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা হবে বলে এদিন প্রধানমন্ত্রীর দফতর থেকে ট্যুইট করে জানানো হয়েছে। সেই বৈঠকের পরে ফের কপ্টারে করে কলকাতায় ফিরবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। ফেরার পথে তাঁরা উত্তর ২৪ পরগনা জেলার আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন বলে জানা গিয়েছে। কলকাতা থেকে প্রধানমন্ত্রী যাবেন ওড়িশায় আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে।জানা গিয়েছে এদিন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে যাচ্ছেন কেন্দ্রের দুই প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরি। তাঁরা বসিরহাট কলেজের বৈঠকেও থাকবেন ।