এই মুহূর্তে জেলা

বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বন্ধ হলেও সেভাবে বন্ধের প্রভাবই পড়লো না হাওড়ায়।


হাওড়া,৮ জানুয়ারি:- বন্ধ সফল করতে হাওড়া জেলার বিভিন্ন জায়গায় রাস্তায় নামল বাম কর্মীরা।বুধবার, নাগরিক সংশোধনী আইন,এন আর সি,দ্রব্যমূল্য বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ভারত বন্ধের ডাক দিয়েছে বাম দল গুলি। সকাল থেকেই সেই বনধ সফল করতে রাস্তায় নামে তারা। বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটে হাওড়ায় এখনও পর্যন্ত তেমন কোনও প্রভাব পড়েনি।সকালে বনধ সমর্থনকারীরা বালির নিমতলার কাছে সরকারি বাস এবং অন্যান্য গাড়ি আটকানোর চেষ্টা করলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সেখানে কার্যত নীরব দর্শক ছিল বলে অভিযোগ। এই মুহূর্তে এখনও পর্যন্ত সেখানে অবরোধ চলছে।এদিন সকালে বনধ সমর্থনকারীরা হাওড়ার শানপুর মোড়ে জড়ো হয়। সেখানে গাড়ি আটকানোর চেষ্টা হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.

There is no slider selected or the slider was deleted.