গোঘাট, ৪ সেপ্টেম্বর:- আবারও মানবিক মুখ গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারে। শুক্রবার রাত্রি দেড়টা নাগাদ এক মহিলার অসুস্থতার খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তিনি। জানা গেছে, মেদিনীপুরের এক খ্যাতনাম যাত্রাশিল্পী কর্মসুত্রে কামারপুকুর আসেন।তিনি এখানে এসে অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রাক্তন বিধায়ক মানস মজুমদারকে ফোন করেন। সঙ্গে সঙ্গেই তিনি ব্যবস্থা গ্রহণ করেন। অসুস্থ ওই যাত্রা শিল্পীর নাম মিতা প্রামানিক।
বাড়ি মেদিনীপুরের মেচেদা এলাকায়। তৃনমুল কর্মীরা তাকে কামারপুকুর হাসপাতালে ভর্তি করেন। এই বিষয়ে গোঘাটের দুই নম্বর ব্লকের তৃনমুল নেতা সৈয়দ মকবুল হোসেন জানান, রাত্রি দেড়টা নাগাদ প্রাক্তন বিধায়ক মানস মজুমদার খবর পেয়েই ব্যবস্থা গ্রহণ করেন। অসুস্থ যাত্রীশিল্পীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এদিন বাড়ি লোক আসতে তাকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সবমিলিয়ে তৃনমুল নেতাদের মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক কাজের প্রশংসা করেছে এলাকার মানুষ।