হাওড়া, ৭ অক্টোবর:- রাজ্যে গণতন্ত্র ফেরানো ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। হাওড়া ময়দান এবং সাঁতরাগাছিতে জমায়েত করে মিছিল শুরু হবে। এর আগে বুধবার দুপুরে কর্মসূচির আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে হাওড়ায় আসেন যুব মোর্চার রাজ্য সহ সভাপতি তাপস ঘোষ। সঙ্গে ছিলেন বিজেপির হাওড়া সদর সভাপতি সুরজিৎ সাহা, যুব মোর্চার হাওড়া জেলা সভাপতি ওমপ্রকাশ সিং প্রমুখ। তাপসবাবু দাবি করেন, বিভিন্ন দিক থেকে মিছিল এসে নবান্ন অভিযান হবে। চারিদিক থেকে নবান্ন ঘিরে ফেলা হবে। নবান্নে আমরা পৌঁছাব। ভীড়ের নিরিখে অতীতের সব রেকর্ড আগামীকাল ছাপিয়ে যাবে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব। পুলিশ বাধা দিলে আমরা পিছপা হব না। উল্লেখ্য, আগামীকালের নবান্ন অভিযান নিয়ে বুধবার হাওড়ার শরৎ সদনে পুলিশের তরফ থেকে বৈঠক হয়। সেখানে পুলিশের পদস্থ কর্তারা উপস্থিত ছিলেন।
Related Articles
আত্মনির্ভর ভারতের নেতৃত্ব দেবে বাংলা – কলকাতায় এসে বললেন প্রধানমন্ত্রী ।
কলকাতা , ২৩ জানুয়ারি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজী সুভাষচন্দ্র বসুর স্বপ্ন পুরন করতে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আজ নেতাজির ১২৫ তম জন্মবর্ষিকী উদযাপনের সূচনা করে তিনি বলেন, নেতাজি আত্মনির্ভর ভারতের সঙ্গে সঙ্গে সোনার বাংলা গড়ার ও ডাক দিয়েছিলেন। আজ তার স্বপ্নকে সামনে রেখে দেশ আত্মনির্ভর হয়ে উঠছে। বাংলা এই আত্মনির্ভর […]
কলকাতা হাইকোর্টের নির্দেশে নারদ মামলার তদন্তকারী দুই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা আজ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন।
কলকাতা, ৪ অক্টোবর:- কলকাতা হাইকোর্টের নির্দেশে নারদ মামলার তদন্তকারী দুই কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা আজ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। সিবিআইয়ের পাঁচ আধিকারিক এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি-র দুই আধিকারিক অধ্যক্ষের সঙ্গে দেখা করেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। জানা যাচ্ছে, এই পাঁচ আধিকারিকই নারদ মামলার তদন্তের কাজে যুক্ত ছিলেন। সিবিআইয়ের পাঁচ জনের দলে […]
লকডাউন অমান্যকারীদের কান ধরে উঠবস করাল বিধাননগর থানার পুলিশ।
শিলিগুড়ি , ৫ আগস্ট: পূর্ণ লকডাউনের আগস্ট মাসের প্রথমদিন বুধবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলেন সাধারণ মানুষ। এদিন সকাল থেকেই বিধাননগরের বিভিন্ন এলাকায় টহলদারি চালায় বিধাননগর থানার পুলিশ। এবং যারা অযথা মোটরসাইকেল বা পায়ে হেঁটে বাইরে বেরিয়েছেন তাদের প্রত্যেককে কিন্তু পুলিশ দাঁড় করান। এবং জানতে চাওয়া হয় যে কেন তারা বাইরে বেরিয়েছেন। […]







