এই মুহূর্তে খেলাধুলা

১৩ বার ফরাসি ওপেনের সেমিফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক , ৭ অক্টোবর:- ফরাসি ওপেনে নামলে তাঁকে সবসময় অপ্রতিরোধ্য দেখায় । প্রতিপক্ষ, নিজের ফর্ম কোনওটাই যেন বাধা নয় । আজ সেটা আবার দেখালেন রাফায়েল নাদাল । কোয়ার্টার ফাইনালে 19 বছরের প্রতিপক্ষ জানেক সিনারকে তিন সেটের লড়াইয়ে হারিয়ে সেমিফাইনালে পৌঁছালেন । তাঁর পক্ষে ম্যাচের ফল 7-6(4), 6-4, 6-1 । এই নিয়ে 13 বার ফরাসি ওপেনের সেমিফাইনালে পৌঁছালেন নাদাল ।এই প্রথম ফরাসি ওপেনে কৃত্রিম আলোতেও খেলা হচ্ছে । গতকাল সেই কৃত্রিম আলোতে ঝলসে উঠল নাদালের ব়্যাকেট । স্থানীয় সময় রাত সাড়ে দশটায় খেলা শুরু হয় । প্রথম সেটে নাদালের সঙ্গে সমানে পাল্লা দেন সিনার । দু’জনেই 6টি করে গেম জেতার পর ট্রাইব্রেকারে প্রথম সেট জেতেন নাদাল ।

প্রথম সেটের পর মনে হচ্ছিল এই ম্যাচে 34 বছরের নাদালকে বেগ দেবেন 19 বছরের প্রতিপক্ষ । কিন্তু, দ্বিতীয় সেট 6-4 এ জিতে যান 12 বারের ফরাসি ওপেন জয়ী স্প্যানিশ টেনিস তারকা। দ্বিতীয় সেটও জয়ের পর নাদালকে আর রোখা সম্ভব হয়নি সিনারের পক্ষে। তৃতীয় সেটে নাদাল ঝড়ের কাছে কার্যত উড়ে যান তিনি । তিন সেটের লড়াই শেষ হয় স্থানীয় সময় রাত প্রায় দেড়টা নাগাদ । সেমিফাইনালে নাদালের প্রতিপক্ষ দিয়েগো সচওয়ার্জ়ম্যানস । গতকাল পাঁচ সেটের লড়াইয়ে দিয়েগো হারান গতবারের ফাইনালিস্ট ডমিনিক থিমকে ।