হাওড়া , ২৪ আগস্ট:- ফুলে, ফলে শঙ্খধ্বনিতে সংবর্ধনা জানানো হল কোভিড জয়ীদের। হাওড়া পুরসভার ২৫ নং ওয়ার্ডের কোভিড জয়ীদের সোমবার সকালে এক অনুষ্ঠানে বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হল। প্রাক্তন পুরোপিতা বিশ্বনাথ দাস এদিন সকালে ২২জন কোভিড জয়ীকে মেডেল, পুষ্পস্তবক, ফুল ও ফলের ডালিতে সংবর্ধনা জানান। কোভিড জয়ীদের মনোবল বাড়াতেই এই অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ। করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরতে পারবেন স্বপ্নেও ভাবেননি এদের অনেকে।
একদিকে জীবন ফিরে পাওয়া অন্য দিকে আজকের এই সংবর্ধনা মনোবল বাড়াল কোভিড আক্রান্তদের। বিশ্বনাথবাবু জানান, কোভিড যুদ্ধ জয় করে সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরে ফিরেছেন এমন ২২জনকে ওয়ার্ড থেকে এই সংবর্ধনা জানানো হল। ওই কোভিড জয়ীদের নিয়ে এদিন নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ওয়ার্ডের করোনা জীবন যুদ্ধে জয়ী হয়ে যারা বাড়ি ফিরেছেন, এমন ২২ জন কোভিড জয়ীদের ফল, মেডেল, পুস্পস্তবকের মাধ্যমে সংবর্ধনা জানালাম। ওয়ার্ডে এখনও পর্যন্ত ৩১ জন কোভিড আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে ২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৫ জন এখনও হোম কোয়ারেনটাইনে আছেন।