এই মুহূর্তে জেলা

হাসপাতালে জল, রোগীদের কোলে করে নিয়ে ঢুকতে হচ্ছে, হতবাক রচনা।

হুগলি, ১ আগস্ট:- হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে চুঁচুড়া হাসপাতাল পরিদর্শন করে বলেছিলেন ছাগল যেন না চড়ে, আর আজ পান্ডুয়া হাসপাতালে গিয়ে বললেন জমা জল দেখে রীতিমত হতবাক হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ভোটে জেতার পরে দিন কয়েক আগে তিনি চুঁচুড়ায় জেলার সদর হাসপাতালে এসে উষ্মা প্রকাশ করেছিলেন। অপরিচ্ছন্নতার জন্য হাসপাতাল সুপারকে প্রকাশ্যে কড়া বার্তা দিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে গিয়ে ফের অপরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। হাসপাতালে থাকা আবর্জনা ফেলার নোংরা বালতিগুলিকে ঘসে মেঝে পরিষ্কার রাখার বার্তা দিলেন।

একইসঙ্গে এই হাসপাতালে একজন রুগীর সঙ্গে অনেক লোক ঢোকার বিষয়টিও তিনি ভাল চোখে নেননি। তিনি বলেন, অতিরিক্ত লোক ঢোকানো আটকাতে গেটে নিরাপত্তা কর্মী রাখতে হবে। তার এ দিনের পরিদর্শনের পর এই হাসপাতালের হাল কতটা ফেরে তা দেখতে একমাস পড়ে তিনি ফের আসবেন বলে জানান। এ দিন হাসপাতাল ঘুরে রচনা বন্দ্যোপাধ্যায় চিকিৎসক মনিশংকর মুখোপাধ্যায়কে বলেন, এত বড় হাসপাতাল অপরিষ্কার রয়েছে। এখানে মানুষ আসে চিকিৎসা করানোর জন্য অসুস্থ হওয়ার জন্য নয়। সাধারণ মানুষ হিসেবে আপনাকে বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার। আমি পাঁচ বছর আছি দিদির সঙ্গে কথা বলে কতটা কি ইমপ্রুভ করা যায় তার চেষ্টা করব।