এই মুহূর্তে জেলা

করোনায় আক্রান্ত বর্ষীয়ান তৃণমূল বিধায়ক জটু লাহিড়ী।

 

হাওড়া , ৫ আগস্ট:- করোনায় আক্রান্ত হলেন হাওড়ার বর্ষীয়ান তৃণমূল নেতা শিবপুর কেন্দ্রের বিধায়ক জটু লাহিড়ী (৮৫)। সোয়াব পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে ভর্তি করা হয় কলকাতার মুকুন্দপুরের আর এন টেগোর হাসপাতালে। সপ্তাহের প্রথম দিন সোমবার শারীরিক অসুস্থতার কারণে তিনি হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর সোয়াব টেস্ট করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট এলে জানা যায় তিনি করোনা আক্রান্ত। এরপরেই তাঁকে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । বর্তমানে তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। জটুবাবুর সংস্পর্শে যারা এসেছিলেন তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।