পূর্ব মেদিনীপুর, ৪ আগস্ট:- করোনা আবহে রাস্তা ঘাট শুনশান। বাইক রেস চলছে গ্রামীণ রাস্তায় । যার জেরে তরতাজা যুবকের দিতে হলো প্রাণ। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট বাজার সংলগ্ন জয় ক্লাবের সামনে মোটর বাইকের দুর্ঘটনায় কবরে পরে । ঘটনাস্থলেই প্রাণ যায় এক যুবকের গুরুতর আহত আরেক যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । প্রত্যক্ষদর্শীরা জানান যে বাড় বড়িশা গ্রামের যুবক কৌস্তভ দত্ত(পিকু) ও কোলাঘাট রুপনারায়ন পল্লীর সুমন কুমার মাইতি দুইজনের হেলমেটবিহীন ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে ঘটনাস্থলেই মারা যান বাড় বড়িশা গ্রামের যুবক কৌস্তভ দত্ত। গুরুতর আহত হয় রূপনারায়ণ পল্লীর যুবক সুমন মাইতি। প্রত্যক্ষদর্শীরা জানান যে করোনা আবহে রাস্তাঘাটে মানুষজন কম বেড়াচ্ছে। শুনশান রাস্তায় চলছে গাড়ির রেস। এলাকাবাসীর অভিযোগ যে কিছু কিছু যুবক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে এবং দুর্ঘটনার কবরে পড়ছি।
Related Articles
আরামবাগে বন্যার জল কমলেও চারিদিকে শুধুই ধ্বংসলীলা , একমুঠো অন্নের জন্য শুধুই হাহাকার।
মহেশ্বর চক্রবর্তী, ২৪ আগস্ট:- ভয়াবহ বন্যার জল কমে গেছে। কিন্তু রেখে গেছে চারিদিকে ধ্বংসলীলা। যে দিকে চোখ যাবে সে দিকেই দেখা যাবে বন্যার জলের তান্ডব নৃত্য। শুধু ধ্বংস আর ধ্বংস। এই দৃশ্য দেখা যাচ্ছে হুগলির আরামবাগ মহকুমার প্লাবিত এলাকাগুলিতে। বিশেষ করে খানাকুলের ঠাকুরানী চক, কিশোরপুর এক ও দুই, ধান্যনগরী, কাগনান, রাজহাটির কিছু অংশ, শাবলসিংহপুর, বন্দর, […]
টোটোর ধাক্কায় রেলগেট ভেঙে দুর্ঘটনা হাওড়ার রামরাজাতলা স্টেশনে।
হাওড়া, ২৭ মার্চ:- টোটোর ধাক্কায় রেলগেট ভেঙে দুর্ঘটনা হাওড়ার রামরাজাতলা স্টেশনে। অভিযোগ টোটোর ধাক্কায় ভাঙে রেল গেট। আর তার ফলে নাজেহাল হন সাধারণ যাত্রীরা। ঘটনাটি ঘটেছে হাওড়া খড়গপুর শাখার দক্ষিণ পূর্ব রেলের রামরাজাতলা স্টেশনে। জানা গিয়েছে, রেল গেট বন্ধের আগে তাড়াতাড়ি করে পার হবার সময় ওই দুর্ঘটনা ঘটে। এরপর হাওড়ার মহিয়াড়ী রোডে রামরাজাতলা স্টেশনে রেল গেটের […]
উৎপাদনের মাধ্যমে ডিমের চাহিদা পূরণের লক্ষ্যে রাজ্য সরকার।
কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- ডিম উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন আগামী আর্থিক বছরের মধ্যে আরও ৩৯০ কোটি ডিম উৎপাদনের মাধ্যমে রাজ্যে ডিমের চাহিদা পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি জানান রাজ্যে বর্তমানে বছরে ১০৫০ কোটি ডিম উৎপন্ন হয়। যেখানে রাজ্যে ডিমের চাহিদা ১৪৫০ কোটি। বাকি ডিমের যোগান […]