এই মুহূর্তে জেলা

অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজোর আয়োজনের পাশাপাশি সিঙ্গুরেও চলছে তার প্রস্তুতি।

হুগলি , ৪ আগস্ট:- কাল অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজো । সেখানে চলছে যেমন প্রস্তুতি , ঠিক তেমনি সিঙ্গুরের বিভিন্ন অঞ্চলে চলছে ভূমি পুজোর জন্য হোম যজ্ঞের প্রস্তুতি । আজ থেকেই তৈরি হচ্ছে হোমকুন্ড । আগামীকাল অযোধ্যায় যখন শুরু হবে তখন সিঙ্গুরের আথালিয়া গ্রামে চলছে তার প্রস্তুতি । তিথি মেনে হবে রামের পুজো , হোমযজ্ঞ । পাশাপাশি এলাকার প্রতিটি মন্দিরে হবে শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে গেরুয়া পতাকা উত্তোলন , প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভূমি পুজোকে স্বাগত জানানো হবে জানিয়েছেন হুগলি জেলা বিজেপি সাংগঠনিক সহ সভাপতি সঞ্জয় পাণ্ডে।