এই মুহূর্তে জেলা

সিধু-কানহুর মূর্তির হাতে থাকা অস্ত্র ভাঙার প্রতিবাদে পথ অবরোধ পান্ডুয়া।


হুগলি , ৪ আগস্ট:- পান্ডুয়া থানার তিন্নার দেশবন্ধু এলাকায় আদিবাসীদের নায়ক সিধু-কানহুর মূর্তির হাতে থাকা অস্ত্র ভাঙার প্রতিবাদে পথ অবরোধ। এদিন তিন্নার দেশবন্ধু এলাকায় জিটি রোড অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। সকালে প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশি অশ্বাসে অবরোধ ওঠে । এদিন জাতীয় পতাকা ও তীর-ধনুক হাতে অবরোধ করে আদিবাসীরা।