অঞ্জন চট্টোপাধ্যায়,২৭ নভেম্বর:- ইনভেস্টরই হবে। প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রের স্মরণ সভায় এসে
একথা জানিয়ে দিলেন মোহনবাগান বর্তমান সচিব টুটু বসু। তিনি বলেন, আইএসএলখেলতে হলে বিনিয়োগকারী সংস্থাই লাগবে। স্পনসরে হবে না। কোন স্পনসরের
পক্ষে ৪০ কোটি টাকা দেওয়া সম্ভব নয়। বিনিয়োগকারী সংস্থা এলে যদিও কবে নাগাদ আসতে পারে তা তিনি খোলসা করে
বলেননি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ডিসেম্বরের মধ্যেই বিনিয়োগকারী
সংস্থার নাম ঘোষণা করতে পারেন তারা।অঞ্জন মিত্রকে স্মরণীয় করে রাখতে আগামী বছর থেকে ভারতের সেরা ক্রীড়া
সংগঠককে অঞ্জন মিত্র নামাঙ্কিত পুরস্কার দেওয়া হবে। ২৯ জুলাই মোহনবাগান
দিবসের দিন। তার জন্য একটি বিশেষ প্যানেল তৈরি করা হবে। যারা ভারতের সেরা
ক্রীড়া সংগঠককে মনোনীত করবেন। অন্যদিকে প্রয়াত প্রাক্তন সচিব অঞ্জন মিত্রর মেয়ে
সোহিনী মিত্র চৌবেকেমোহনবাগানের কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত করা হল।