স্পোর্টস ডেস্ক,১৮ মে:- রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক চতুর্থ দফার লকডাউনের নতুন নির্দেশিকা দিয়ে সোমবার থেকে স্টেডিয়াম খোলার অনুমতি দিয়েছে। সেই নির্দেশিকা পাওয়ার পর বোর্ডও তাদের অবস্থান স্পষ্ট করে দিল। বিসিসিআই এর পক্ষ থেকে সাফ জানান হয়েছে, দেশে করোনা সংক্রমণ যে পরিস্থিতিতে তাতে এখনই ক্রিকেট শুরুর কোনও প্রশ্নই নেই। কোষাধ্যক্ষ অরুণ ধুমল বিবৃতিতে বলেছেন, ‘চতুর্থ দফায় লকডাউন শিথিল করা হলেও, ৩১ মে পর্যন্ত বিমান চলাচল নিষিদ্ধ থাকছে। গণপরিবহনও নিয়ন্ত্রণ রাখা হচ্ছে। দেশে করোনার কারণে যে পরিস্থিতি তাতে এখই ক্রিকেট শুরুর দ্রুততা দেখানো বোকামো হবে। তাই বোর্ড অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে।’ রবিবার স্টেডিয়াম খোলার ঘোষণা হওয়ার পরেই অনেকে ভেবেছিলেন এবার হয়ত আইপিএল শুরুর সম্ভাবনা দেখা দিল। এবার হয়ত অনুশীলনে ফিরবেন ক্রিকেটাররা। তবে দেশে যে ভাবে দ্রুত গতিতে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তাতে আপাতত খেলা শুরু নিয়ে কিছু ভাবতেই চান না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।তাই বিসিসিআই আরও জানিয়েছে স্টেডিয়াম খুললেও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নিয়ে এখনই কোনও ট্রেনিং ক্যাম্প হচ্ছে না। ক্রিকেটার থেকে সার্পোট স্টাফ, সবারই নিরাপত্তা বোর্ডের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। আরও কিছুদিন অপেক্ষা করা হবে। বিসিসিআই এর মতো একই বার্তা দিয়েছে সিএবি-ও। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকারের পুরো নির্দেশিকা পড়তে হবে। সেই সঙ্গে রাজ্য সরকারের সঙ্গেও কথা বলা প্রয়োজন। এখনই ক্রিকেট শুরুর পক্ষে নই। রাজ্য সরকার করোনা সামলে কী ভাবে এগোতে চায় সেটা জেনে পরের পদক্ষেপ নেওয়া হবে।’