এই মুহূর্তে খেলাধুলা

স্বস্তি টেনিস দুনিয়ায়, করোনা নেগেটিভ জকোভিচের।

স্পোর্টস ডেস্ক, ৩ জুলাই:- এক সপ্তাহ পর করোনা পরীক্ষা নেগেটিভ টেনিস তারকা নোভাক জকোভিচের। গত সপ্তাহে ২৩ জুন এই মুহুর্তে বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছিলেন। শুধু নিজেই নয়, সস্ত্রীক করোনা আক্রান্ত হন টেনিস তারকা। যারপর ফ্যানেদের মনে জকোভিচ ও তাঁর স্ত্রীকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। জোকারের স্ত্রী এলেনা রিস্টিচও করোনায় আক্রান্ত হন। তবে তাঁর সন্তানদের রিপোর্ট নেগেটিভ এসেছিল। এক সপ্তাহ পর নোকাভ ও তাঁর স্ত্রী এলেনার ফের করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসায় ৩৩ বছর টেনিস খেলোয়াড়ের পরিবারকে নিয়ে দুঃশ্চিন্তা কাটল।

আন্তর্জাতিক টেনিস যেখানে বন্ধ, সেখানে ঝুঁকি নিয়ে জকোভিচ, আদরিয়া ট্যুর আয়োজন করেছিলেন। সেখান থেকেই তাঁর শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলে টেনিস তারকা শিকার করে নেন। আক্রান্ত হওয়ার পর জকোভিচ ও তাঁর স্ত্রী আইসোলেশনে ছিলেন। করোনা সতর্কতা ভুলে জকোভিচকে করোনার মাঝেই সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে ফুটবল ও বাস্কেটবল খেলতে ও বন্ধুদের সঙ্গে আলিঙ্গণ করতেও দেখা যায়। টেনিস তারকার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে নেট নাগরিকরা প্রবল সমালোচনা করেন। ঝুঁকি নিয়ে প্রদর্শনীমূলক আদরিয়া ট্যুর আয়োজন নিয়ে জকোভিচের নির্বুদ্ধিতায় গ্রেগর দিমিত্রভ সহ চার টেনিস তারকা, জোকোভিচের ফিটনেস কোচ পানিচি করোনা আক্রান্ত হয়েছিলেন।