হাওড়া, ১২ জানুয়ারি:- আজ শুক্রবার ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্মদিন ও ৪০তম জাতীয় যুব দিবস পালিত হচ্ছে বেলুড় মঠে। এই উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে। এই দিনটি রামকৃষ্ণ মঠ, বেলুড় মঠের তরফ থেকে ৪০তম জাতীয় যুবদিবস হিসেবে পালন করা হচ্ছে। এদিন মঠ প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈদিক মন্ত্রোচ্চারণ, উদ্বোধন সঙ্গীত, প্রস্তাবনা (বাংলা), স্বদেশমন্ত্র পাঠ, সঙ্গীত, প্রস্তাবনা (হিন্দী), বংশীবাদন, সভাপতির ভাষণ, সমাপ্তি সঙ্গীত, যোগব্যায়াম প্রদর্শন, বৈদিক মন্ত্রোচ্চারণ ও সমবেত সঙ্গীত প্রমুখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।