এই মুহূর্তে জেলা

রাস্তা খারাপের জন্য ধান গাছের চারা রোপন করে অভিনব প্রতিবাদ বিজেপির।


শুভজিৎ ঘোষ , ২৮ জুন:- আরামবাগের পুরাতন বাজার রাস্তা খারাপের জন্য ধান গাছের চারা রোপন করে অভিনব কায়দায় রাস্তা সারাইয়ের প্রতিবাদ জানালো আরামবাগ বিজেপি যুব মোর্চা পক্ষ থেকে।আরামবাগ পুরাতন বাজারে রাস্তায় জমে থাকা জলে ধান বীজ রোপন করে দেন তারা। এমনি চিত্র হুগলির আরামবাগ পৌরসভার পুরাতন বাজার এলাকায়। জানা গেছেএক সময়ের পিচের এই রাস্তা এখন জল কাদাময়। চলাচলের অযোগ্য। বাজার করতে আসা ক্রেতা ও নিত্যযাত্রীদের যেতে সমস্যা হচ্ছে ।

 

আরামবাগ গৌরহাটি মোড় থেকে প্রায় 2 কিমি দূরে দারকেশ্বর নদীর লাগোয়া এই বাজার এলাকা। নিত্যযাত্রীদের রাস্তা আর রাস্তাতে নেই, খানাখন্দে পরিবর্তন হয়েছে  এখন ।তাই বিপজ্জনক রাস্তায় আপাতত চলাচল একপ্রকার বন্ধ করেই দিয়েছে বহু নিত্যযাত্রীরা।তবে এই ঘটনায় পৌরসভা ঠিকাদার বিশ্বনাথ বসু জানিয়েছেন, পুরানো বিল বাকি থাকায় পুরাতন বাজার এলাকার রাস্তা মেরামতের কাজ বন্ধ রাখা হয়েছে। আরামবাগ পৌরসভার তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। আরামবাগ বিজেপি যুব মোর্চা নেতা বিশ্বজিৎ ঘোষ জানান, আরামবাগে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি তাই আমরা এই প্রতিবাদ করতে পথে নেমেছি।