হুগলি, ১৯ সেপ্টেম্বর:- ভোটার কার্ডে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের বিরুদ্ধে সরব হল মতুয়া মহাসঙ্ঘ। শুক্রবার চুঁচুড়ার রবীন্দ্রনগর কালীতলায় এক কর্মসূচিতে এসে সঙ্ঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর ঘোষণা করেন, সরকারি প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে এসআইআর করতে এলে মতুয়ারা বাধা দেবে। তাঁর স্পষ্ট মন্তব্য, “মতুয়া সম্প্রদায় এই এসআইআর চায় না।” এ দিন হুগলি লোকসভা সাংগঠনিক জেলার নতুন কমিটির দ্বারোদ্ঘাটন হয় মহাসঙ্ঘের উদ্যোগে।
মঞ্চ থেকে নেতৃত্বেরা নতুন জেলা কমিটিকে স্পষ্ট নির্দেশ দেন, এসআইআর ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধিতায় সক্রিয় থাকতে হবে। সংবাদমাধ্যমের প্রশ্নে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতাবালা ঠাকুর। তিনি শান্তনুকে কুলাঙ্গার বলে অভিহিত করেন।” এসআইআর ও সিএএ নিয়ে একদিকে যেমন কেন্দ্র ও রাজ্যের রাজনৈতিক টানাপোড়েন চলছে, তেমনি মতুয়া সম্প্রদায়ে মমতাপন্থীদের অবস্থান বিষয়টিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে।