এই মুহূর্তে জেলা

আমাদের পাড়া আমাদের সমাধান বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে

হুগলি, ৬ আগস্ট:- গত শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। বুধবার সকালে হুগলির বৈদ্যবাটি পুর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের শেওড়াফুলি ক্লাবে অনুষ্ঠিত ক্যাম্পে প্রচুর মানুষ এসে তাদের এলাকার বিভিন্ন সমাধানের কথা নথিভুক্ত করেছেন। মূলত রাস্তাঘাট, ইলেকট্রিক সিটি ,এলাকার অন্যান্য সমস্যা নিয়ে ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের কাছে তাদের সমস্যার কথা জানিয়েছেন, সকাল থেকে এদিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন

চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো ছাড়াও ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ। সুবীর বাবু জানালেন এটা আমাদের মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প জনসাধারণ এলাকার বিভিন্ন সমস্যার কথা নিয়ে সরাসরি সরকারি আধিকারিকদের কাছে জানাচ্ছেন, এক কথায় মানুষকে সরকারি দপ্তরে যেতে হচ্ছে না পুর সরকার টাই উঠে এসেছে মানুষের মাঝে। রাজ্য সরকার প্রতিটি বুথ পিছুক ১০ লক্ষ টাকা বরাদ্দ করেছেন এবং জনসাধারণই ঠিক করবেন এই টাকা কিভাবে খরচ হবে।

সুবীরবাবু জানান আমাদের মানবিক মুখ্যমন্ত্রী রাজ্যের ১১ কোটি মানুষের কল্যাণ কামনায় সদা ব্যস্ত। ইতিমধ্য কন্যাশ্রী ,লক্ষী ভান্ডার, স্বাস্থ্য সাথী, বিধবা ভাতা, সবুজ সাথীর প্রকল্পের সুবিধা সারা রাজ্য জুড়ে মানুষ পাচ্ছেন। প্রথম পর্যায়ে ৬০ দিন ক্যাম্প চলবে। তারপরে ৩০ দিন প্রশাসনিক স্তরে সাধারণ মানুষের অসুবিধার বিষয়গুলি মূল্যায়ন করা হবে, এবং ৯০ দিনের মাথায় সেগুলোকে বাস্তবায়ন শুরু হবে। শুধু তাই নয় প্রতিটি ক্যাম্পে থাকবে দুয়ারে সরকারের ডেস্ক, এখানে এসে সাধারণ মানুষ বিভিন্ন বিষয়ে জানতে পারবেন।