এই মুহূর্তে জেলা

শুভেন্দুর মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে যুবক! অভিযোগ বিজেপির, বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে।

হুগলি, ৩০ জুলাই:- মগড়ায় গত সোমবার কন্যা সুরক্ষা যাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মিছিলে এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ বিজেপি বাঁশবেডিয়া মন্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের। গতকাল সন্ধায় এই মর্মে মগরা থানায় একটি ডায়েরি করেন তিনি। বিশ্বজিতের অভিযোগ, শুভেন্দু অধিকারীর মিছিল চলার সময় মগড়া কাঁটাপুকুরের কাছে এক যুবক জোর করে মিছিলে ঢোকার চেষ্টা করে। তিনি তাকে আটকানোর চেষ্টা করেন।সেখান থেকে ধরে সরিয়ে দিতে গিয়ে তার কোমরে হাত লাগে। দেখেন আগ্নেয়াস্ত্র রয়েছে। মিছিল শেষে তিনি বিষয়টি দলের নেতৃত্বকে জানান। নিজের ফেসবুকেও প্রচার করেন। তার আরো দাবী, ওই যুবক বিজেপির কেউ নয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ দেখা হবে।

তবে একদিন পর কেন অভিযোগ করা হল, ঘটনাস্থলে প্রচুর পুলিশ সিনিয়ার আধিকারীকরা ছিলেন তাদের তৎক্ষণাৎ কেন জানানো হলো না! অন্যদিকে শুভেন্দুর মিছিলকে ঘিরে বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। বিজেপির স্থানীয় কয়েকজনকে মিছিলে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। তাদের মধ্যে সজলকান্তি চক্রবর্তীর দাবী তাকেও দলের মিছিল থেকে বের করে দেওয়া হয়েছে। অথচ দলের জন্য তিন বছর জেল খাটতে হয়েছে তাকে। বিজেপি কর্মি বলেন, দলের সবাই এক হতে চাইছে কিছু নেতা বিভাজন চাইছে। কিছু মানুষ পরিকল্পনা করে দড়ি ফেলে দিয়ে আমাদের ধাক্কা দিয়ে ওখান থেকে সরিয়ে দিয়েছে। এটা আশা করিনি আমরা অনেক কষ্ট পেয়েছি। আমরা নিঃস্বার্থভাবে দলটা করি। দলের জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছি।