এই মুহূর্তে জেলা

বিধায়কের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা চুঁচুড়ায়।

হুগলি, ১৪ জুন:- প্রতিবছরের মত এবারেও প্রশংসনীয় উদ্যোগ নিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। ২০১১ সালের প্রথম বিধায়ক হবার পরের বছর ২০১২ থেকে থেকে প্রতিবছর চুঁচুড়া বিধানসভা এলাকার সমস্ত বাংলা এবং ইংরেজি মাধ্যম স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্য যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের সংবর্ধিত করা হয় তেমনি শনিবার সকালে চুঁচুড়া রবীন্দ্র ভবনে চুঁচুড়ার বিধানসভা এলাকার প্রায় সাড়ে চারশো জন কৃতি ছাত্র-ছাত্রীকে সম্মাননা প্রদান করলেন বিধায়ক অসিত মজুমদার। এ ব্যাপারে বলতে গিয়ে অসিতবাবু জানান যে এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক প্রোগ্রাম, ২০১২ থেকে আমি আমার বিধানসভায় এলাকার যতগুলো স্কুল আছে সেই প্রতিটি স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা জানাই উৎসাহিত করি এবং সবথেকে আনন্দের বিষয় আমার এই অনুষ্ঠানে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকরা অনুষ্ঠানে এসে ছাত্র-ছাত্রীদের আশীর্বাদ করেন, এটা আমার একান্ত ভালো লাগার বিষয়।

আমি প্রত্যেকটি অভিভাবকদের কাছে অনুরোধ করব, আপনারা আপনাদের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের পছন্দ মত বিষয় পড়তে দিন, এতে তাদের ভালো হবে, এবং আমি আশা করব আগামী দিনে যাদের আজকে সম্মান জানানো হলো, তারা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও দশের এবং সমাজের প্রতি দায়বদ্ধ থাকবে। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, চাপদানীর বিধায়ক অরিন্দম গুইন, বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অসীমা পাত্র, এবং জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ চন্দননগর পুলিশ কমিশনারের উচ্চপদস্থ আধিকারিকরা এবং চুঁচুড়া শহরের সুধীজনেরা।