হুগলি, ৯ অক্টোবর:- সোমবার সকাল থেকে শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি তথা বৈদ্যবাটি পুর সভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ ( ভাই) এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গুর বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানালেন বাসিন্দাদের। এলাকার মহিলা এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে নিয়ে প্রতিটি বাড়িতে গিয়ে বর্তমানে যেভাবে ডেঙ্গুর পাদুর্ভাব দেখা দিচ্ছে চতুর্দিকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে সেই বিষয়গুলি বুঝিয়ে বলেন।
সুবীরবাবু জানান আজকে এই ডেঙ্গু বিরোধী অভিযানে আমার সহ নাগরিকদের আমি জানিয়েছি যে আপনারা প্রতিটি বাড়ি ঘর পরিষ্কার রাখুন, আশপাশে জমা জল জমতে দেবেন না, বাড়ির ছাদে বা বাগানে যেসব ফুলের টব গুলি আছে সেগুলোতে জল যেন না জমে সেদিকে লক্ষ্য দিতে হবে। তার সঙ্গে সঙ্গে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং পুর স্বাস্থ্য বিভাগের কর্মীরা নাগরিকদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন সব মিলিয়ে ডেঙ্গুর মতন মারাত্মক রোগ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আমাদের সকলকে সচেষ্ট হতে হবে।