এই মুহূর্তে জেলা

তৃনমূলের মিছিলে শহীদদের লাল সেলাম !

হুগলি, ১৭ মে:- তৃনমূল সিপিএম এর সঙ্গে আঁতাত আছে বলেই কি লাল সেলাম স্লোগান,প্রশ্ন বিজেপির। ভারতীয় সেনা বাহিনীকে সম্মান জানাতে তেরঙ্গা যাত্রা করছে বিজেপি। পাল্টা তৃনমূলও ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে। আজ বিকালে চুঁচুড়া খাদিনা মোর থেকে ব্যান্ডেল মোর পর্যন্ত মিছিল করে তৃনমূল।সেখানে দলের কোনো পতাকা ছিল না। মিছিল থেকে সেনাবাহিনীর উদ্দেশ্যে স্লোগান ওঠে।মাইকে বলতে শোনা যায় শহীদদের উদ্দেশ্যে আমরা জানাই লাল সেলাম। তৃনমূল বিধায়ক এ প্রসঙ্গে বলেন,

আমার নেতৃত্বে কয়েক হাজার মানুষের বিশাল মিছিল হয়েছে। আমাদের দলের মিছিল হলেও দলের কোন পতাকা ছিল না। সাধারণ মানুষকেও আহ্বান করেছিলাম। আমাদের মিছিলে সাধারণ মানুষ ঢুকে পড়ে কেউ যদি লাল সালাম বলে বামপন্থী লোকও যদি আমাদের এটাকে সমর্থন করে, এটা আনন্দের কথা। বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন,তৃণমূল লোক দেখানোর জন্য তিরঙ্গা যাত্রা করছে, ভালো কথা।আমরা বলি ভারতমাতার জয় গৈরিক অভিনন্দন। আর ওরা বলছে লাল সেলাম। তাহলে ধরে নিতে হবে এ রাজ্যে তৃণমূলের সঙ্গে সিপিএমের একটা গোপন আঁতাত রয়েছে।তাই সিপিএমের লাল সেলাম স্লোগান তৃণমূলের মিছিল শোনা যাচ্ছে।