এই মুহূর্তে জেলা

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন

হুগলি,১২ মে:- মহানাদের সাগরিকা সরকারের সঙ্গে বছর চারেক আগে বিয়ে হয়েছিল নবদ্বীপের অভিজিত সরকারের। বিয়ের কয়েক মাস পর থেকেই অভিজিতের বন্ধু হালিশহরের বাসিন্দা রাজ বর্মনের সাথে সাগরিকার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। মাঝেমধ্যেই তাদের সঙ্গে ফোনে কথাবার্তাও হত। আর এই নিয়েই সাগরিকা ও অভিজিতের মধ্যে মাঝেমধ্যেই ঝামেলা অশান্তি হত। গত শুক্রবার সাগরিকা সে শ্বশুরবাড়ি থেকে তার নিজের বাড়িতে এসেছিল। গতকাল রাতে অভিজিতও শশুর বাড়িতে আসে। সাগরিকার পরিবার সূত্রে জানা যায়,

রাজ এই ঝামেলা অশান্তি মেটানোর জন্য গতকাল সাগরিকাকে ফোন করে সে মহানাদে আসছে। সেই সমস্ত ঝামেলা মিটিয়ে দেওয়ার জন্য। আজ সকালে মহানাদে একটি মন্দিরে রাজ বসেছিল। তখনই সেখানে যাই সাগরিকা ও অভিজিৎ। সাগরিকার অভিযোগ সেই সময় অভিজিৎ একটি দোকান থেকে ছুরি কিনে নিয়ে এসে রাজের উপর চালিয়ে দেয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে রাজ। তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরুর আগেই মারা যায় রাজ।