হুগলি, ৮ মে:- হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার জেলা গ্রামীণ পুলিশ সুপার দফতরে সামার কিট দেওয়া হল ট্রাফিকে কর্মরত সিভিক ও ট্রাফিক পুলিশদের। গরমে রোদ থেকে বাঁচতে ট্রাফিকে কর্মরত পুলিশ কর্মীদের ছাতা, সানগ্লাস, জলের বোতল, তোয়ালে, রুমাল, ব্যাগ তুলে দেন জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন। জেলার ৪০০ জন ট্রাফিকে কর্মরত পুলিশকে এই সামার কিট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ট্রাফিক ত্রিদিপ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পাশাপাশি এদিন ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথচলতি গাড়ি চালক, বাইক চালকদের গ্লুকোজ জল দেওয়া হয়। পুলিশ সুপার কামনাশীষ সেন বলেন, গরমে যে সমস্ত পুলিশ কর্মীরা রাস্তায় ডিউটি করে, তাদের সুরক্ষিত রাখার জন্য প্রতিবছর সামার কিট দেওয়া হয়। আগামীদিনে ট্রাফিক পুলিশদের বাতানুকুল হেলমেট দেওয়া হবে।