হাওড়া, ২৪ মার্চ:- সোমবার দুপুরে লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় পরিদর্শনে এলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মহানগরিক ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, উত্তর হাওড়ার বিধয়ক গৌতম চৌধুরী, হাওড়া জেলা সদর তৃণমূলের সভাপতি বিধায়ক কল্যাণ ঘোষ সহ অন্যান্যরা।
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানান, বেলগাছিয়া ভাগাড়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে রাজ্য সরকার আছে। এদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আজকেই সার্ভে হবে। এরপর আগামীকাল অফিসে বসে কোথায় খালি জমি আছে তা নিয়ে আলোচনার পর এদের জন্য বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।