হুগলি, ১০ ফেব্রুয়ারি:- হাওড়া-বর্ধমান মেন লাইনের আপ বর্ধমান লোকালে পাথর ছোড়ার অভিযোগ উঠল। রবিবারের ওই ঘটনায় বছর চব্বিশের এক তরুণী জখম হয়েছেন। জানালার কাঁচ ভেঙে তাঁর মাথা কেটে যায়। ত্রিবেণী রথতলার ওই তরুণী মামন জানা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী। রবিবার মানুকুণ্ডুতে একটি অন্নপ্রাশন বাড়িতে কাজে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন বন্ধু তথা ওই সংস্থায় কর্মরত ত্রিবেণী কোঁচাটির যুবক আনন্দ বর্মণ। ফেরার সময় শেষ আপ ৩৭৮৫৭ হাওড়া-বর্ধমান লোকালের প্রথম কামরায় চাপেন।
প্রথম থেকেই জানলা ঘেঁষে বসেছিলেন মামন। পাশেই ছিলেন আনন্দ। মামন জানান, ব্যান্ডেল ছেড়ে সপ্তগ্রামে ঢোকার কিছুটা আগে হঠাৎই বন্ধ কাঁচের জানলা ভেঙে চুরমার হয়ে যায়। কাঁচের আঘাতে তাঁর মাথা থেকে রক্ত ঝরে। তিনি বলেন, কামরায় থাকা কেউ ১৩৯ নম্বরে ডায়াল করে অভিযোগ জানান। আমার ফোন নম্বরও দিয়ে দেন। আনন্দ বলেন, কিছুক্ষণের মধ্যেই মগরা আরপিএফ থেকে ফোন আসে। তাঁদের কথামত প্ল্যাটফর্মে নেমে সেখানে যাই। মৌখিক অভিযোগ জানাই। এরপর রক্ত বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফিরি।









