এই মুহূর্তে জেলা

সংস্কারের কাজ শেষ, বালি ব্রিজে যান চলাচল স্বাভাবিক।

হাওড়া, ২৭ জানুয়ারি:- বালি ব্রিজ ও সিসিআর ব্রিজে রেল লাইন মেরামতির জন্য গত ২২ তারিখ রাত বারোটা থেকে প্রায় ১০০ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

বালি ব্রিজের কাজ শেষ হবার পর আজ থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্যদিকে, আজ থেকে বালি ব্রিজেও যান চলাচল একেবারেই স্বাভাবিক। খুশি সকলে।