হুগলি, ১৮ জানুয়ারি:- স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল থেকেই একটি পাট বোঝাই লড়ি বৈদ্যবাটি ডানকুনি গামী রাজ্য সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎই আজ সকাল গড়িয়ে বেলা বাড়তেই লড়ি থেকে ধোঁয়া বেড়াতে দেখা যায়। তারপরে দাও দাও করে জ্বলে ওঠে পাটবোঝাই লড়ি। স্থানীয়রা দেখতে পেয়ে দমকলে খবর দেয়।
ঘটনাস্থলে একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। স্থানীয় এক বাসিন্দা শ্যাম রাহা জানান সকাল থেকে পাট বোঝাই লরিটা এখানে দাঁড়িয়ে ছিল। হঠাৎই দেখলাম আগুন ধরে গেছে। তারপর দেখলাম দমকল পুলিশ প্রশাসন এসেছে, এখন আগুন নেভচ্ছে তবে কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।