এই মুহূর্তে জেলা

এজলাসের বাইরে আইনজীবীদের বিক্ষোভ হাওড়া আদালতে।

হাওড়া, ১৬ জানুয়ারি:- দীর্ঘদিন মামলার শুনানি এবং রায় না হওয়ার প্রতিবাদে এবার এজলাসের বাইরে আইনজীবীদের বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে হাওড়া আদালতে ওই ঘটনা ঘটে। আইনজীবীরা দীর্ঘক্ষণ এজলাস বয়কট করে স্লোগান দেন। এই বিক্ষোভে সামিল হন হাওড়া কোর্ট বার অ্যাসোসিয়েশন, ক্রিমিনাল কোর্ট বার লাইব্রেরী এবং ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। হাওড়া কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি উদয় ঘোষ অভিযোগ করেন দীর্ঘদিন বিচারক মামলা ঠিক মতো শুনছেন না এবং রায় দিচ্ছেন না।

এর ফলে বিচারপ্রার্থীদের হয়রানি বাড়ছে। এ ব্যাপারে তারা ডিস্ট্রিক্ট জাজ ছাড়াও কলকাতা হাইকোর্টের বিচারপতিদের জানিয়েছেন। জুডিশিয়াল সেক্রেটারিকে জানিয়েছেন। তা সত্ত্বেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। তাই তারা এজলাস বয়কট করে এদিন বিক্ষোভে সামিল হন।