এই মুহূর্তে জেলা

লকেট বলেন তিনি হুগলিতে বিজেপির প্রার্থী, বিকালে অসিতের চ্যালেঞ্জ তিন লাখ ভোটে হারানোর।

হুগলি, ৮ ফেব্রুয়ারি:- আজ হুগলি জেলা বিজেপি কার্যালয়ে লকেট চট্টোপাধ্যায় জানিয়ে দেন তিনি হুগলি থেকে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হবেন। ২০১৯ সালে লোকসভা ভোটে হুগলি কেন্দ্র থেকে রত্না দে নাগকে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয় বারের জন্য আবার হুগলি থেকেই প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে এদিন জানান। ২০২১ সালের বিধানসভা ভোটে তিনি চুঁচুড়ায় অসিত মজুমদারের কাছে পরাজিত হয়েছিলেন।এবারও লকেট দাঁড়ালে তাকে হারাবেন প্রসঙ্গে লকেট জানিয়েছিলেন চুঁচুড়ায় অকেন দূর্নীতি হয়েছে ইডি সিবিআই আসবে। সেই অসিত মজুমদার লকেটের ভোটে দাঁড়ানো প্রসঙ্গে বলেন, লকেট দেবীর বুদ্ধি বিভ্রাট হয়েছে। উনি জানেন ওনার বিরুদ্ধে একটা মামলা আমি করেছি। আগে ওটা সামলাক।

উনি দীর্ঘদিন ধরে বলছেন তার মানে ইডি সিবিআই ওনার কথায় চলে নাকি? চুঁচুড়ার মানুষ দেখবে উনি ইডি সিবিআই এর ধমকি দিচ্ছে। আমাকে ধমকি দিয়ে কিছু হবে না। ওতো বাচ্চা মেয়ে। আমার মেয়ের থেকেও ছোটো। আমি সিপিএন এর গুলি খেয়ে ছুরি খেয়ে লড়াই করেছি। ওকে দল টিকিট দিলে দাঁড়াবে কিন্তু চ্যালেঞ্জ নিয়ে বলছি আড়াই তিন লাখ ভোটে হারাব। ও কাকে নিয়ে লড়বে। যার বিরুদ্ধে গালাগাল দিত তাকে পাশে নিয়ে বসে আছে। ওর দলের লোকই ওর বিরুদ্ধে। বিজেপির লড়াই তৃনমূলের সঙ্গে নয় বিজেপিরই সঙ্গে। আর এটা ২০১৯ নয় ২০২৪ আগেরবার মানুষ নরেন্দ্র মোদির মিথ্যা কথায় বিশ্বাস করে যে ভুল করেছিল এবার আর সেই ভুল করবে না।