হুগলি, ৯ জানুয়ারি:- নবগ্রাম সেবক সংঘের প্লাটিনিয়াম জুবিলী উৎসব এবং নবগ্রাম সোসাইটির ৭৬ বছর বছরের পূর্তি উৎসব অনুষ্ঠিত হলো গত ৩১ শে ডিসেম্বর বছরের শেষ দিনে। ২০২৪ সালের পয়লা জানুয়ারি বর্ষব্যাপী এই উৎসবে সূচনা হয়েছিল। সারাবছর বিভিন্ন অনুষ্ঠানের পর পুরনো বছরের সমাপ্তি ঘটলো উৎসবের। শেষ দিনে প্রখ্যাত সংগীত শিল্পী নচিকেতা এবং বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও প্রতিবছরের মতন নতুন বছরে অনুষ্ঠিত পৌষ মেলায় প্রতিদিন সন্ধ্যায় ছিল সংগীত, নৃত্য, নাটক, পুরুলিয়ার ছৌ নাচ।
নবগ্রাম সেবক সংঘের সম্পাদক মানষ রায় জানান অত্যন্ত সুষ্ঠভাবেই শেষ হল নবগ্রাম সেবক সংঘ এবং নবগ্রাম সোসাইটির ৭৫ এবং ৭৬ বছর পূর্তি অনুষ্ঠান। আমাদের উদ্দেশ্য ছিল নবগ্রামের প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে আমাদের দুই সংগঠনের দীর্ঘ পথ চলার ইতিহাসটা নূতন প্রজন্মের কাছে তুলে ধরা। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, গত এক বছর ধরে আমরা প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংস্থার ৭৫ এবং ৭৬ বৎসর গুরুত্বপূর্ণ পালন করেছি এবং আগামী দিনগুলোতেও নবগ্রামের মানুষের পাশে থেকে তাদের সুখ এবং দুঃখের যাতে ভাগী হতে পারি তার অঙ্গীকার করছি।