কলকাতা, ৪ সেপ্টেম্বর:- রাজ্যে উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মাস পয়লাতেই পুজো পদযাত্রার মধ্যে দিয়ে পুজোর সূচনা ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী। উৎসবের আবহেই অবশ্য চলতি সপ্তাহে একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের। আজ সোমবার শিক্ষক দিবস। প্রতিবছরের মতো এবারও শিক্ষক দিবসে রাজ্যের প্রতিবছরের মতো এবছরও রাজ্য সরকার শিক্ষক দিবসে রাজ্যের কৃতী শিক্ষকদের শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করবে। পাশাাপাশি মাধ্যমিক- উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষার মেধা তালিকায় থাকা পড়ুয়াদেরও পুরস্কার দেওয়া হবে। এর পাশাপাশি চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রীর দুটি বড়সর প্রশাসনিক কর্মসূচি রয়েছে। বুধ ও বৃহস্পতিবার দুদিন পরপর প্রশাসনের শীর্ষ কর্তা ও নেতা মন্ত্রীদের সঙ্গে পৃথক ভাবে বৈঠকে বসছেন তিনি। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ওই দুই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। আগামী সোমবার রাজ্য সরকারের উদ্যোগে এবার শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানটি হবে বাইপাসের ধারে নবনির্মিত বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে। ওই অনুষ্ঠানে কলকাতা ও বিভিন্ন জেলার মোট ৬১ জন শিক্ষককে মুখ্যমন্ত্রী ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত করবেন বলে শিক্ষাদফতর সূত্রে জানা গেছে। এছাড়া চলতি বছরে মোট ১১৪১ জন কৃতী পড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হচ্ছে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।নেতাজি ইনডোর স্টেডিয়ামে থেকে সরিয়ে এই প্রথম শিক্ষক দিবসের অনুষ্ঠান হচ্ছে আগেকার মিলনমেলায়।
এর পরেই মঙ্গলবার বাদ দিয়ে বুধবার জেলা স্তরের পর এবার রাজ্যস্তরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভা ঘরে এই বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে সব মন্ত্রীদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। থাকবেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সব দপ্তরের সচিবর। যুগ্ম সচিব স্তর পর্যন্ত প্রতেকে ই ওই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিজি মনোজ মালাব্য সহ সব পুলিশ কর্তারাই থাকবেন ওই বৈঠকে। জেলা শাসক ও পুলিশ সুপার রা ভার্চুয়ালি বৈঠকে থাকবেন। পঞ্চায়েত ভোটের আগে উন্নয়ন মূলক প্রকল্প গুলি কি অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখবেন মুখ্য মন্ত্রী। সার্বিক ভাবে সব দফতরের কাজেরও সার্বিক মূল্যায়ন করবেন মুখ্যমন্ত্রী। আবার এর পর দিনই তৃণমূলের কর্মী ও নেতাদের সঙ্গে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৮ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বুথ স্তরের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী. সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন, তা বলার অপেক্ষা রাখেনা৷ তৃণমূল সূত্রের খবর, জেলা ধরে নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নিজস্ব স্তরে সার্ভে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার ভিত্তিতে ব্লক স্তরের নেতৃত্বকে বেছে নিচ্ছেন তিনি৷ বেশ কয়েকটি জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেও ফেলেছেন তিনি৷ তার পরেই চিকিৎসার জন্য দুবাই গিয়েছেন এবং আপাতত সেই কাজে সাময়িক বিরতি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷