হাওড়া, ৮ জানুয়ারি:- এবার রাস্তার দাবিতে হাওড়ার সাঁকরাইলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় সিপিএম নেতৃত্ব। তাঁদের অভিযোগ, প্রায় ৬ কিলোমিটার রাস্তার অবস্থা ভাঙাচোরা। ভাঙা রাস্তায় রোজই ঘটছে দুর্ঘটনা। রাস্তা সংস্কারের দাবিতে এদিন প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ করে বিক্ষোভ হয়। অভিযোগ, হাওড়ার সাঁকরাইল স্টেশন থেকে মানিকপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা গত তিন বছর ধরে ভাঙাচোরা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভাঙাচোরা রাস্তায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা।
সাঁকরাইলের বিস্তীর্ণ এলাকার মানুষ এই রাস্তা দিয়েই প্রতিদিন যাতায়াত করেন। স্থানীয় বিডিও থেকে বিধায়ককে জানিয়েও কোনরকম ফল মেলেনি বলে অভিযোগ। এরই প্রতিবাদে সিপিএম দক্ষিণ এরিয়া কমিটির তরফ থেকে বুধবার সকালে অফিস টাইমে সাঁকরাইলের কপাটিপোলের কাছে রাস্তা অবরোধ করা হয়। সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের রাস্তা থেকে বলপূর্বক সরিয়ে দেন। আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা সারাই না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন সিপিএম নেতৃত্ব।