এই মুহূর্তে জেলা

ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে যোগ ও ক্যারাটে সেন্টার মথুরাপুরে।


দক্ষিন ২৪পরগনা, ৩ জানুয়ারি:- ভারত সেবাশ্রম সঙ্ঘের সহযোগিতায় দক্ষিন ২৪ পরগনা জেলার মথুরাপুর বটিশ্বর হিন্দু মিলন মন্দিরের সহযোগিতায় প্রণবানন্দ যোগ সাধনা ক্ষেত্র এবং প্রণবানন্দ ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল মথুরাপুরের বটিশ্বর গ্রামে। এর পাশাপাশি একটি অভিভাবক প্রতীক্ষালয় এবং অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্রের  উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। তিনি বলেন, যোগাভ্যাস মানুষের শরির ঠিক রাখতে খুবই প্রয়োজনীয়। অতিমারি আবহে করোনা বিধি মেনে ভারত সেবাশ্রম সঙ্ঘের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।