হাওড়া, ২ নভেম্বর:- ‘তিলোত্তমা’র সংগ্রাম এবং লড়াইকে স্মরণ করে হাওড়ায় চালু হলো ‘বোনফোঁটা’। উদ্যোক্তা রাজ্যের বিশিষ্ট পরিবেশবিদ সুভাষ দত্ত। শনিবার হাওড়ার তেলকল ঘাটে ওই ‘বোনফোঁটা’র আয়োজন করে ‘রিজুবিনেটরস ফর এনভারমেন্ট নেচার এন্ড ইউনাইটেড সোসাইটি’ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার প্রধান পরিবেশবিদ সুভাষ দত্ত বলেন, সামাজিক এবং ধর্মীয়ভাবে ভাইফোঁটা চালু আছে। কিন্তু তিলোত্তমার লড়াইকে স্মরণীয় করে তুলতে তাঁরা এবার থেকে এই ‘বোনফোঁটা’র আয়োজন করলেন। এর মাধ্যমে একটি বার্তা দিতে চান তিলোত্তমার লড়াইকে স্মরণীয় করে রাখা।
এখন থেকে প্রতি বছর বোনেদের মঙ্গল কামনায় এই ‘বোনফোঁটা’ চলবে বলে তিনি জানান। তিনি দাবি করেন, এখন থেকে এই বার্তা শুধু এই রাজ্যে নয়, সারা দেশে এবং পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। এদিন তিলোত্তমার প্রতীকী ছবিতে নিজে হাতে ফোঁটা দেন সুভাষ দত্ত। ফোঁটা দেওয়ার সময় উপস্থিত সকলে বলেন, ‘তিলোত্তমা অমর রহে’। এদিন এই অভিনব ‘বোনফোঁটা’র পাশাপাশি ওই সংগঠনের মহিলা সদস্যরা গাছে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন। মহিলারা প্রদীপ জ্বালিয়ে এবং উলুধ্বনি দিয়ে গাছকে বরণ করে নেন।