কলকাতা, ৬ সেপ্টেম্বর:- বিধানসভার অভ্যন্তরীণ বিষয়ে রাজ্যপালের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলে তার প্রতিবাদ জানিয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে পাল্টা চিঠি দিয়েছেন। মুকুল রায়কে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় সম্প্রতি তাঁকে একাধিক চিঠি দেন। সেই চিঠির জবাবে রাজ্যপাল কে তার সাংবিধানিক মর্যাদার কথা পাল্টা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বলে অধ্যক্ষ জানিয়েছেন।আজ বিধানসভা ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমান বাবু বলেন, রাজ্যপালের চিঠির জবাবে তাঁকে বলা হয়েছে বিধানসভার কাজকর্মে বারবার হস্তক্ষেপ করা তাঁর শোভা পায় না।
এই বিষয় উপলব্ধি করে আগামী দিনে তিনি বিধানসভা সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবেন বলে অধ্যক্ষ আশা প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন রাজ্যপাল যে ভাষায় চিঠি দিচ্ছেন তাতে সাংবিধানিক প্রতিষ্ঠানের পাশাপশি তার নিজের মর্যাদাও খর্ব হচ্ছে। বিজেপির তরফে এই পিএসি চেয়ারম্যান নিয়োগ নিয়ে তোলপার করা হয়। বারবার মুকুল রায়কে এই পদে বসানোর জন্য বিরোধ করা হয়, কারণ তিনি দলত্যাগী। এই জায়গায় বিজেপির তরফে অশোক লাহিড়ীর নাম ঘোষণা হলেও স্পিকার তা মান্যতা দেননি। বিধানসভার রীতি অনুযায়ী মুকুল রায়কেও নিয়ম মেনেই পিএসি চেয়ারম্যান করা হয়। যার পাল্টা আদালতের পথে গিয়েছে বিজেপি। এই ঘটনাতেই বেনজির ভাবেই এক রাজনৈতিক দলের নির্দেশেই রাজ্যপাল চিঠি দেওয়ায় আক্ষেপ প্রকাশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।