হাওড়া, ১১ অক্টোবর:- প্রথা মেনেই অষ্টমী তিথিতে আজ শুক্রবার সকালে বেলুড় মঠে কুমারী পুজো অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকালে বেলুড় মঠে প্রথমে ষোড়শ উপাচারে পূজা সম্পন্ন হয়। অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর ঘড়ির কাঁটায় ৯টার সময় শুরু হয় বেলুড় মঠের কুমারী পূজা। কুমারী পুজো দেখতে মঠে হাজির হয়েছেন বহু মানুষ।
স্বামী বিবেকানন্দ ১৯০১ সালে বেলুড় মঠে এই কুমারী পূজা শুরু করেছিলেন। সেই রীতি মেনেই বেলুড় মঠে চলছে কুমারী পূজা। বেলুড় মঠের কুমারী পুজো উপলক্ষে এদিন সকাল থেকে ভিড় জমিয়েছেন বহু ভক্ত দর্শনার্থী। সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, বেলুড় মঠের কুমারী পুজো দেখার জন্য শুধু এ রাজ্যে নয় বিদেশ থেকেও বহু মানুষের সমাগম হয় আজকের দিনে।