এই মুহূর্তে জেলা

পঞ্চাননতলা পুজো পরিবেশ রক্ষার বার্তা।

হুগলি, ৮ অক্টোবর:- পরিবেশ বাঁচানোর বার্তা দিতে পরিবেশ বান্ধব জিনিস দিয়ে তৈরী হয়েছে মন্ডপ। বাঁশ, খড়, শালপাতা, নারকেল পাতা, কয়েদবেলের খোসা দিয়ে প্রায় পাঁচ মাস ধরে তৈরী হয়েছে মন্ডপ। চুঁচুড়া পঞ্চাননতলা সার্বজনীন প্রতিবছরই নতুন কিছু শিক্ষা মূলক থিম পুজোয় তুলে ধরে। এবার পঞ্চাননতলার ৩১ তম বর্ষে নিবেদন বিপন্নতার উৎসমুখে। গাছ ধ্বংস করায় পরিবেশ বিপন্ন হচ্ছে।সুরঙ্গের শেষে যেমন ক্ষিন আলো থাকে। সেই আলোর সন্ধানই হোক মানুষের সচেতনতা। মন্ডপে ঢুকতে হবে বিশাল এক মুখ গহ্বর দিয়ে। যে ধরিত্রীর মুখ।

ভিতরে প্রবেশ করলে দেখা যাবে কেটে ঝুলিয়ে রাখা বিশাল এক গাছের গুঁড়ি। প্রতিমা তৈরী করেছেন কলকাতার বিখ্যাত ভাস্কর সৈকত বসু। মন্ডপে প্রতিমা অনেক আগেই এসে গেছে। এখন শেষ মুহুর্তের কাজ চলছে মন্ডপ সজ্জার। জেলা মফস্বলের পুজোয় সাধারনত পুরোনো মন্ডপ নিয়ে আসা হয় বাজেট কম থাকায়। তবে পঞ্চাননতলা একেবারে নতুন মন্ডপ তৈরী করছে। প্রতিবার রেকর্ড ভির হয় এবারও তার অন্যথা হবে না দাবি উদ্যোক্তাদের।